চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন 

0
155
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক)  অফিসকক্ষে নারী কল্যাণ সমিতি (পুনাক)র সভানেত্রী ও মিসেস পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের  উদ্বোধন করেন। উক্ত  উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাকের সহ সভানেত্রী মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার,  কোষাধ্যক্ষ  মিসেস সাবিনা ইয়াসমিন,  সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও  পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার। পুনাকের সভানেত্রী  জান্নাতুল ফেরদৌস বলেন,চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকায় নারী ও শিশুদের জন্য পবিত্র কোরআন শিক্ষা প্রদানের জন্য নারী শিক্ষক না থাকায় নারী ও শিশুরা দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। ফলে পিতা মাতার সঠিক তত্ত্বাবধান, নৈতিক সুশিক্ষা ও ধর্মীয় অনুশাসনের অভাবে সমাজে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জ্ঞান অর্জনের পাশাপাশি আল-কুরআন শিক্ষা করাও প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য পুলিশ লাইন্স জামে মসজিদে সকল বয়সী পুরুষদের মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম চলমান আছে। এখন থেকে পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকার নারী ও শিশুরা পুনাক, চুয়াডাঙ্গার উদ্যোগে প্রতিদিন সকালে মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত কোরআন শিক্ষার সুযোগ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here