ধর্ষণের অভিযোগে ফকিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

0
170

মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ফকিরহাট সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. শাকিল সরদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাকিল ফকিরহাট উপজেলার জাড়িয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদাররে ছলে।রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার জাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।এর আগে নির্যাতিতা এক তরুণী (২১) বাদী হয়ে ফকিরহাট থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। অপর আসামি মেহেদী হাসান (২০) পলাতক রয়েছে। অন্য আসামি মেহেদী হাসান একই এলাকার শেখ মাসুমমেল হকের ছেলে।বিষয়টি বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ইন্সপেক্টর বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেনমামলা সূত্রে জানা যায়, শনবিার (১৩ জানুয়ার) বিকেলে দুই বান্ধবী চাচাতো ভাই ও এক বন্ধুর সঙ্গে রামপাল তাপবদি্যুৎ কন্দ্রে ঘুরতে যান। পরে সেখান থেকে রাত ১১টার সময় খানজাহান আলী মাজারে যান। বেড়ানো শেষে আনুমানকি রাত ১২টা ১০ মিনিটে তারা খুলনার দিকে রওনা দেন। এরপর তারা ফকিরহাটের জাড়িয়া চৌমাথা এলাকায় গতিরোধক অতিক্রম করার সময় শাকিল সরদার এক তরুণীর ওড়না টেনে ধরেন। এতে ওই তরুণী ও তার বন্ধু মোটরসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে যান।বিষয়টি দেখতে পেয়ে অন্য মোটরসাইকেলের চালক ও তরুণী মোটরসাইকেল থেকে নেমে যান। মোটরসাইকেলের তরুণ-তরুণীরা কোনো কিছু জানতে চাওয়ার আগইে শাকিল ও মেহেদি তাদের মারধর করতে থাকেন।একর্পযায়ে শাকিল ও মেহেদি ওই তরুণীদের র্পাশ্বর্বতী স্বপন দেবনাথের চায়ের দোকানের ভিতর নিয়ে যান। একজনকে চায়ের দোকানের বেঞ্চের ওপর এবং অন্যজনকে পার্শ্ববর্তী প্রশান্ত ব্যানার্জীর দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণকারীরা দুই তরুণী ও তরুণীদের পার্শবর্তী জাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নামিয়ে সেখানে আবারও ধর্ষণ করে।এসময় তরুণীদরে সঙ্গে থাকা এক তরুণ পালিয়ে যেতে সক্ষম হয়। শাকিল ও মেহেদি তরুণ-তরুণীদরে কাছে থাকা নগদ টাকা’ ছিনিয়ে নিয়ে ঘটনার কথা কাউকে না বলার জন্য ভয়ভীতি দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। এর মধ্যে আগে পালিয়ে যাওয়া তরুণ ৯৯৯-এ ফোন দিয়ে পুলশিকে জানায়। পরে রোববার (১৪ জানুয়ারি) বাড়ি থেকে দুই তরুণীকে উদ্ধার করে পুলিশ ।এদিকে, সংগঠন বহিভ‚ত ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়া ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদারকে শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে বহিস্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জয়ন্ত দাশ।ফকিরহাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার তুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেডিকেল কলজে হাসপাতালে তাদের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শাকিল সরদার নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) শাকিল সরদারকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে করা হয়েছে। অপর আসামি মেহেদি হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here