মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইসমাইল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর রহমান প্রমুখ। আনুষ্ঠানের পূর্বে নবনির্বাচিত সংসদ সদস্য কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।















