ফকিরহাটে বিদ্যুতের টানা খাম্বার করণে নির্মাণাধীন ভবনের কাজ ৭মাস ধরে বন্ধ

0
160
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতের একটি মাত্র খুটির টানা খাম্বার করণে নির্মাণাধীন ভবনের কাজ ৭মাস ধরে বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের উদাসিনার কারনে এই ভবনটি নির্মাণ কাজ বাঁধা গ্রস্থ হচ্ছে। অতিদ্রæত বিদ্যুতের খুটি হতে টানা খাম্বাটি অপসরণ করার জন্য বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে. লখপুর ইউনিয়নের লখপুর বাসস্ট্যান্ডের উত্তরপাশের্^ মরহুম ভুট্টোর দোকানের পূর্বপাশের্^-৪২নং মৌজার ৮২৩নং খতিয়ানে মোঃ আঃ রহমান এর পুত্র মোঃ আবু ইউসুফ এর নিজ জমিতে তিনি একটি বহুতল ভবন নির্মাণের কাজ গত ৭মাস পূর্বে শুরু করেন। ভবনটির নির্মাণ কাজ দ্রæতগতিতে এগিয়ে চলছিল। এমন সময় গত আষাড় মাসে বৃষ্টি মৌসুমে প্রচান্ড বৃষ্টির কারণে মূল ভবনের পাশের্^র খুটিটি অনেকটা হেলে পড়ে। এবং সেই খুটিটি চরম ঝুকিপূর্ণ হয়ে দন্ডায়মান ছিল। এমতাবস্থায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা হেলেপড়া খুটিটি রক্ষা করার জন্য নির্মাণকৃত ভবনের ভিতর একটি টানা খুটি বসানোর জন্য ভবন মালিক মোঃ আবু ইউসুফ এর কাছে অনুরোধ করেন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা আরো বলেন, বর্ষা মৌসুম চলে গেলেই তারা নিজ দায়িত্বে টানা খুটিটি অপসরণ করে নেবেন। কিন্তু তা গত ৭মাস অতিবাহিত হলেও সেই টানাটি খাম্বাটি আজো অপসরণ করা হয়নী। যে কারণে ভবনটির নির্মাণ কাজ চরম ভাবে বাধাগ্রস্থ হচ্ছে। তিনি অতিদ্রæত বিদ্যুতের খুটি হতে টানা খাম্বাটি অপসরণ করার জন্য বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here