বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল পৌর সভার সব রাস্তা পাকা করনের অঙ্গীকার হিসাবে কাগজপুকুর গ্রামের একটি পাকা রাস্তা করনের উদ্ভোধন হয়েছে। পৌরসভার ৪ নং ওয়ার্ড এর কাঁচা সড়কটি নির্মানের জন্য শুভ উদ্বোধন করেন পৌর সভার মেয়র নসির উদ্দিন।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় সড়কটি পাকাকরনে উদ্ভোধন এর সময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ড এর কাউন্সিলর ।
এসময় উপস্থিত ছিলেন শাহিদুল ইসলাম শাহীন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ। আওয়ামীলীগ নেতা আজিজুল ইসলাম, সইফুল্লাহ প্রমুখ।
এসময় বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন বলেন, পৌরসভার যে সকল রাস্তা কাঁচা বা অর্ধ পাকা রয়েছে সেসব রাস্তা পর্যায়ক্রমে পাকা করন হবে। আমার পৌর সভার কোন নাগরিক কাঁচা রাস্তা দিয়ে হাটবে না এটা আমার প্রধান কাজ। আমি সকল নাগরিকের সুবিধার্থে রাস্তা সহ সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করব। এছাড়া বেনাপোল বাসির দীর্ঘ দিনের স্বপ্ন একটি হাসপাতাল নির্মানের। ইতিমধ্যে হাসপাতাল এর জন্য জায়গা ক্রয় করা হয়েছে। দ্রুত বেনাপোল বাসির স্বাস্থ্য সেবার জন্য হাসপাতালটি নির্মান করা হবে।















