চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা পাবলিক লাইব্রেরির একাদশ কার্যনির্বাহি পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারী) উপজেলার পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গনে এ শপথ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবলিক লাইব্রেরীর সভাপতি সুস্মিতা সাহা। এসময় শপথ বাক্য পাঠ করান পাবলিক লাইব্রেরীর প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক আতিকুর রহমান।
অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চৌগাছা পল্লিবিদ্যুতের ডিজিএম প্রকৌশলী বালী আবুল কালাম, পাবলিক লাইব্রেরির উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহজাহান কবীর, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, এডভোকেট তজিবর রহমান, সহ- সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এ্যাডমিরাল আজিজুর রহমান, অর্থ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুর রহমান বাবুল, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, পাবলিক লাইব্রেরির সাংগঠনিক সম্পাদক প্রভাষক খালেদুর রহমান টিটো, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মামুন শামীম আক্তার লিখন, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক জাফর ইকবাল লিটন।
এসময় পাবলিক লাইব্রেরীর নির্বাহী সদস্য প্রভাষক অমেদুল ইসলাম, চৌগাছা সরকারী কলেজের লাইব্রেরিয়ান নাসরিন সুলতানা, নির্বাহী সদস্য আলমগীর আলম, মনিরুজ্জামান, আজম আশরাফুল, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন, রনি মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের সুর পরিবেশনের, পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা চৌগাছা পাবলিক লাইব্রেরী পরিদর্শন করেন।















