ফকিরহাটে ইয়াবাসহ গ্রেপ্তার পবিত্র নামের যুবক

0
161
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে পবিত্র সাহা (২৯) নাম এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কাঠালিডাঙ্গা গ্রামের শক্তিপদ সাহার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১২টায় ফকিরহাট মডেল থানার এসআই প্রদ্যুৎ গোলদার, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও শামিম হোসেন সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নলধা মৌভোগ ইউনিয়নের কাঠালিডাঙ্গা গ্রামের রাস্তার মোড় হতে আটক করেন। এসময় তার দেহ তল্লাসী করে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক কারবারি পবিত্র সাহাকে আটক করা হয়েছে। আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here