বাগেরহাটে সড়ক দুর্ঘটনার কবলে সাংসদপুত্র ও উপজেলা চেয়ারম্যান

0
178
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজারে স্বপরিবারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য জাহাংগীর আলম সরকারের ছেলে ও মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আহসানুল আলম। শুক্রবার রাতে তিনি খুলনা যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন। পুলিশ জানায়, ডা. আহসানুল আলম স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি সন্ধ্যার পরে আনুমানিক ৭টার দিকে ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের ডান পাশের চাকা ফেঁটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশে থাকা থ্রি-হুইলার মাহিন্দ্রকে সজোড়ে ধাকা দিয়ে রাস্তার পাশের দোকানে আঘাত করে। এতে স্থানীয় পিলজঙ্গ ইউনিয়নের মালেক শেখের পুত্র মাহিন্দ্র ড্রাইভার মো. নাজমুল শেখ (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।  দুর্ঘটনার সময় ডা. আহসানুল আলম নিজে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির আঘাতে মাহিন্দ্রটি দুমড়ে-মুসরে যায়।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার কবলে পড়া গাড়ি ও মাহিন্দ্রটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এগুলো থানা হেফাজতে আছে। গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আহত হলেও মাহিন্দ্র চালক গুরুতর আহত হয়েছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here