শিক্ষা প্রতিষ্ঠান যেন বানিজ্যিক প্রতিষ্ঠানে পরিনত না হয়-এমপি বদিউজ্জামান সোহাগ

0
140

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন,তরুনদের মানষিকতা বিকাশে ক্রিয়াঙ্গনের বিকল্প নাই।তরুন ও যুব সমাজকে ক্রিয়াঙ্গনমুখী করতে হবে।আর এই যুব সমাজকে ক্রিয়াঙ্গনমুখী স্মার্ট ক্রিয়াঙ্গনে রুপান্তর করতে শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই।বাগেরহাটের মোরেলগঞ্জে সপ্তাহব্যাপী ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।রবিবার (২১ জানুয়ারী) বিকেলে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার।প্রধান অতিথির বক্তব্যে এমপি আরো বলেন,শিক্ষা প্রতিষ্ঠান যেন বানিজ্যিক প্রতিষ্ঠানে পরিনত না হয়।সু-শিক্ষা প্রতিষ্ঠানই আগামী দিনের ভবিস্যত তৈরী করে।তাই শিক্ষার পাশাপাশি ছাত্র/ছাত্রীদের ক্রিড়ায় মনোনিবেশ করতে হবে।এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাক এম এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার। এবারের ক্রীড়া প্রতিযোগীতায় মাধ্যমিক স্তরের ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here