যশোর সংবাদ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর
ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল
বিতরণ করা হয়েছে। সোমবার রেড ক্রিসেন্ট
সোসাইটির চত্তরে এই কম্বল বিতরণ করেন
ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদেও চেয়ারম্যান
সাইফুজ্জামান পিকুল।এসময় উপস্থিত ছিলেন যশোর
ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান
টুকুন,নির্বাহী সদস্য সৈয়দ তৌফিক
জাহান,শায়লা জেসমিন,আজীবন সদস্য লুৎফুল কবীর
বিজু, যশোর ইউনিটের ইউনিট লেভেল অফিসার
মোক্তার হোসেন, যশোর ইউনিটের যুব সদস্য
ঈসমাইল হোসেন,সিজী খন্দকারসহ ইউনিটের
সদস্যরা উপস্থিত ছিলেন। মোট ৬০০ জনা মানুষের
মধ্যে কম্বল বিতরণ করা হয়।















