এমপি ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দে ভাসলেন প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী

0
135

মণিরামপুর পৌর: যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে মণিরামপুরস্থ জেলা পরিষদ ডাকবাংলোয় নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান শারীরিক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী লিতুন জিরা। সে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানাতে পেরে খুবই আনন্দিত বলে জানিয়েছেন তার পিতা হাবিবুর রহমান। লিতুন জিরা নবনির্বাচিত এমপির নিকট দোয়া চেয়েছেন ভবিষ্যতে সে জাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনকল্যাণে নিজেকে আত্মনিয়োজিত করতে পারে। গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, লিতুন জিরা এবার ১০ম শ্রেণীর শিক্ষার্থী। তার শ্রেণী রোল নম্বর-১। আগামী ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, সন্দ্বীপ ঘোষ ও যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here