স্টাফ রিপোর্টার : বাঘারপাড়ায় দৈনিক সংবাদ মাধ্যম ও ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে দুইজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন শাহিনুর ইসলাম নামের এক সাংবাদিক। অভিযুক্ত শহিদুল ইসলাম যশোর থেকে প্রকাশিত একটি দৈনিকের প্রতিনিধি এবং মহিরণ গ্রামের পাওয়ার হাউজপাড়ার গণি হাওলাদারের ছেলে। অপর অভিযুক্ত আক্তারুজ্জামান উপজেলার বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বানু শেখের ছেলে ও একটি টিভি চ্যানেলের প্রতিনিধি।
দৈনিক আমার কাগজের যশোর জেলা প্রতিনিধি এমএস শাহিনুর ইসলাম অভিযোগে উল্লেখ করেছেন, শহিদুল ইসলাম ও আক্তারুজ্জামান ফেসবুকের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এছাড়াও চলতি বছরের ২২ জানুয়ারি যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ প্রত্রিকায় অপ্রীতিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে মান-সম্মান নষ্ট করেছেন। মৌখিকভাবে নিষেধ করেও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার বন্ধ করতে থামানো যায়নি। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গতকাল বৃহস্পতিবার বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক শাহিনুর।
এর আগে আক্তারুজ্জামানের বিরুদ্ধে বাঘারপাড়ার ও নারিকেলবাড়িয়ার এক ক্লিনিকে চাঁদাবাজি ও চাকরি দেওয়ার নামে অর্থ আদায়সহ একাধিক অভিযোগে স্থানীয় বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এমনকি যশোর জেলা প্রশাসকের দপ্তরেও লিখিত অভিযোগ করেছিলেন ভূক্তভোগী অনেকে।
অভিযোগের বিষয়ে থানার ওসি তদন্ত মকবুল হোসেন সাংবাদিকদের জানান , অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।















