ডুমুরিয়ায় পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইট ভাটা করায় বেলা’র উদ্বেগ

0
360
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলার চহেড়া গ্রামে জনবসতিপূর্ণ এলাকায় কৃষি জমিতে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই মেসার্স সেতু ব্রিকস-৪ এর কার্যক্রমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উদ্বেগ জানিয়েছেন। সংগঠনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে তারা কৃষি জমির উপর অনিয়মতান্ত্রিক পরিবেশ বিধ্বংসী কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান ২০২১ সালের ৩ জুলাই পর্যন্ত ইট ভাটাটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল। পরবর্তীতে মাঠ পর্যায়ে পরিবেশের ক্ষতি, কৃষি জমির ক্ষতি ও পাশ্ববর্তী জনগোষ্ঠীর দূর্ভোগ বিবেচনা করে পরিবেশ অধিদপ্তর পূর্ণরায় ছাড়পত্র না দিয়ে ইট ভাটাটি উচ্ছেদের নোর্টিশ দেয়। কিন্তু বিষয়টি উপেক্ষা করে ইট ভাটার কার্যক্রম এখনও চালিয়ে যাওয়ায় বেলা উদ্বেগ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here