এপেক্স ক্লাব অব নাভারনের উদ্যোগে মনিরামপুর শীতার্তদের মাঝে কম্বল বিতরন

0
212

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ- যশোর মনিরামপুর উপজেলাতে ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিন্ম আয়ের মানুষকে। শুক্রবার সকাল ১১টায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে এপেক্স ক্লাব অব নাভারনের উদ্যোগে মনিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের প্রেসিডেন্ট সার্জেন্ট মোঃ আসাদুজ্জামান(অবঃ) তিনি শীতবস্ত্র গ্রহনকারীদের উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই। কম্বল বিতরনের সময় এছাড়াও উপস্হিত ছিলেন  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপিক্সসিয়ান শারমিন পারভীন,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপিক্সসিয়ান মোঃ মাহাবুবুর রহমানহমান,আই পি পি এপিক্সসিয়ান লুৎফা খাতুন,সেক্রেটারি এপিক্সসিয়ান এস এম আমিরুল ইসলাম,সেবা পরিচালক এপিক্সসিয়ান জি এম হাদিউজ্জামান,এপিক্সসিয়ান সহকারি অধ্যাপক তাহেরা সুলতানা,এপিক্সসিয়ান জি এম মনিরুজ্জামান,বিশিষ্ট ব্যাবসায়ী এপিক্সসিয়ান মোঃ আব্দুল জলিল,এপিক্সসিয়ান মোঃ ইব্রাহিম উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স শেয়ার মোহাম্মদ আব্দুল গনি বিশেষ অতিথি বৃন্দ পি এন এ ডি এডভোকেট মোঃ শওকত আলী পিন্টু এপেক্সিয়াল মোঃ হারুন অর রশিদ এপেক্স মোঃ জসিম উদ্দিন খান এপেক্সিয়ান এসএম সাইফুল ইসলাম লিটন ছাড়া,এপেক্স ক্লাব অফ নাভারণের উদ্যোগের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে ক্লাবের প্রেসিডেন্ট  জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here