রাজগঞ্জে খৈল ভিজানো ড্রামের মধ্যে পড়ে শিশুর মৃত্যু

0
162

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর গ্রামে খৈল ভিজানো ড্রামের মধ্যে পড়ে ফারান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির গোয়াল ঘরের সামনে থাকা খৈল ভিজানো ড্রামের মধ্যে পড়ে মারা যায় শিশুটি। নিহত শিশু ফারান চন্ডিপুর গ্রামের ভ্যান চালক দরিদ্র জিয়াউর রহমান শেখের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোঃ মাহাবুর রহমান জানান- ফারানের মা বাড়ির পাশেই বড়ি (গবরের মশাল) তৈরি করছিলো। পরে ফারানকে কোথাও পাচ্ছিলো না। এরপর খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির গোয়াল ঘরের সামনে থাকা খৈল ভিজানো ড্রামের মধ্যে পা দেখতে পাই। তখন ফারান মারা গেছে। ফারানের মায়ের চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। জানাযায়- এদিনই স্থানীয় ভাবে জানাজা শেষে পারিবারিক বকরস্থানে দাফন করা হয় নিহত ফারানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here