সারাদেশে সুখ্যাতি লাভ করবে চৌগাছার গুড়: জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার

0
149
চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী খেজুর গুড়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) দুপুর ১২টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, চৌগাছা উপজেলায় যে একটি গুড় মেলা হয় এবং সেখানে খেজুর রসের খাটি ও বিশুদ্ধ গুড় পাওয়া যায় এটি কিন্তু বাংলাদেশের বেশিরভাগ লোকই জানেন। সারাদেশে সুখ্যাতি লাভ করবে চৌগাছার এই গুড়। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তরে চৌগাছার নাম ছড়িয়ে যাবে- ছড়িয়ে যাবে এই যশোরের নাম।
আজ দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলার মাধ্যমে দেশের লোক আরও জানবে এই চৌগাছার খেজুর গুড় মেলার সম্পর্কে। কাচা রসের মধ্যে থাকা নিপা ভাইরাস সম্পর্কে তিনি বলেন, এই ভাইরাসের জন্য মানুষ মারাও যায়। ৭০° তাপমাত্রায় এই ভাইরাসের মৃত্যু হয়। তাই ভাইরাসটি এড়াতে কাচা রস একটু গরম করে ফুটিয়ে খেতে সকলকে সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা  উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, খেজুর রসের গবেষক সৈয়দ নকিব মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল ও চৌগাছা সরকারী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। স্বরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়,  উপজেলার গুড় ব্যবসায়ী, খেজুর গাছি, বিভিন্ন কলেজ, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও স্কাউটসের সদস্যরা মোট ১৩টি স্টল বসিয়েছেন। ঘুরে ঘুরে এসব স্টলে খাটি খেজুর রসের বিভিন্ন আইটেম দেখা গেছে। গুড়, পাটালিসহ কেউ কেউ গ্রাম-গঞ্জের হারিয়ে যাওয়া সেই পিঠা-পুলিও বানিয়ে রেখেছেন। মেলায় বিক্রি করতে আসা গুড়ের দাম পেয়ে খুশি উপজেলার খেজুর গাছিরা। তারা বলেন, “এবার ৪শত টাকা করে বিক্রি করতে পারছি গুড়। আমাদের চাহিদা অনুযায়ী সবাই মূল্য দিতে পারছে বলে রস সংগ্রহ করে গুড় তৈরীতে আমরা আরও অনুপ্রানিত হচ্ছি।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা শাহী জামে মসজিদের পেশ ইমাম শাহজাহান আলী। এবং গীতা পাঠ করেন উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক একটি সংগঠন ছায়াপথের পরিবেশিত গুড় মেলা বিষয়ক গম্ভীরা পরিবেশন করেন নেতৃবৃন্দরা। এরপর মেলায় উপজেলার স্কাউটস সদস্যদের খেজুর গুড় ও পাটালি তৈরি পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারসহ উপস্থিত অতিথিবৃন্দ। এসময় উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান-মেম্বর, খেজুর গাছি, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here