জসিম উদ্দিন, শার্শা : “আপনাদের অর্জনে আমরা গর্বিত” এই স্লোগানকে সামনে নিয়ে কৃষি ভিত্তিক অনলাইন প্লাটফর্ম “রহস্য ট্রাভেল” এর আয়োজনে যশোরের শার্শায় “রহস্য ট্রাভেল” কৃষি পদক-২০২৩ উপলক্ষে বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ছোট নিজামপুর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৫ জন কৃষাণ কৃষাণী ও তরুণ উদ্যোক্তা এবং ৮ জন কৃষি কর্মকর্তাকে “রহস্য ট্রাভেলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শার্শা উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তরুণ কুমার বালা’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রতাপ মন্ডল, শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।















