দামুড়হুদায় ফায়ার সার্ভিসের সদস্য রাসেলের বাড়ি যুবতীর অনশন,বিয়ে নইলে আত্নহত্যা,

0
144
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ  চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের আবু সাইমের ছেলে ঢাকাতে ফায়ার সার্ভিসে কর্মরত রাসেল(২৬)’র বাড়িতে বিয়ের দাবীতে  কলেজ পড়ুয়া যুবতীর অনশন,ছেলের পরিবার বাড়ি ছেড়ে উধাও।
বুধবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কবির উদ্দীন কালুর কলেজ পড়ুয়া মেয়ে মোসাঃ ফাতেমা খাতুন  (১৯) জানতে পারে রাসেল ছুটিতে বাড়ি এসেছে। রাতেই বিয়ের দাবীতে সে রাসেলের বাড়িতে আসে।এসময় রাসেলসহ তার পরিবারের লোকজন  বাড়ি ছেড়ে সটকে যায়।ফাতেমা জানান, রাসেলের সাথে আমার টিকটকে পরিচয়। সেখান থেকেই তার সাথে আমার মোবাইল নাম্বার আদান প্রদান হয়।তারপর রাসেল আমাকে নিয়ে একাধিকবার বিভিন্ন পার্কে নিয়ে যায় ও বিভিন্ন হোটেলে আমার সাথে অন্তরঙ্গ মূর্হুত কাটায়। হঠাৎ সে  আমার সাথে যোগাযোগ বন্ধ রেখেছে। তাই বাধ্য হয়ে তার বাড়ি এসেছি।সে বিয়ে না করলে আমার আর মরা ছাড়া উপায় থাকবে না।আমার সামনে একটাই পথ খোলা সেটা হলো রাসেল বিয়ে না করলে আত্মহত্যা।আমি এ মুখ আর কাউকে দেখাতে পারবোনা।এ বিষয়ে  রাসেল ও তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকে বাড়ি পাওয়া যায়নি।ঘটনার পর থেকেই তারা লাপাত্তা হয়েছে। স্থানীয়রা জানায়, মেয়েটির জীবন নিয়ে ছিনিমিনি খেলা রাসেলের ঠিক হয়নি।তার বিচার হওয়া দরকার।ফাতেমা জানায়, বিয়ে না করলে রাসেলের বিরুদ্ধে ফায়ার সার্ভিসের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here