নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত

0
134
নড়াইল প্রতিনিধি : নড়াইলে সড়ক দূর্ঘটনায় ইমন আলী (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত ইমন যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে। শুক্রবার ভোরে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার হাওয়াইখালী ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রীজের সড়ক ডিভাইডারের সঙ্গে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা খেয়ে উল্টে যায়।এতে ট্রাকের নিেেচ চাপা পড়ে ঘটনাস্থলে হেলপার ইমন মারা যান। প্যাকেটজাত ডালডা বোঝাই ট্রাকটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান,‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দূর্ঘটনা ঘটতে পারে বলে ওসি জানান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here