নড়াইলে ডোবা থেকে বৃদ্ধর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

0
255
  নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে ডোবা থেকে বৃদ্ধর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নড়াইল লোহাগড়া উপজেলায়  দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে ডোবা থেকে ওয়াদুদ শেখ (৮৪) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার  ওই বৃদ্ধর নিজ বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। স্থানীয় সূত্রে জানা যায় , লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের বৃদ্ধ ওয়াদুদ শেখ গত শুক্রবার রাত নিজ বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরদিন শনিবার সকালে বাড়ির লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। পরে বাড়ির পাশে থাকা একটি ডোবায় নিহতের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ডোবা থেকে লাশ উদ্ধার করে।
 এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এর সাথে কথা হলে তিনি বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here