যশোরে কাউন্সিলর কর্মচারীকে পিটিয়ে আহত ১৮ হাজার টাকা ছিনতাই 

0
139

যশোর প্রতিনিধি : ছিনতাইকারীরা পিটিয়ে অহিদুল ইসলাম নামে এক যুবককে আহত করে তার কাছ থেকে ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আহত অহিদুল ইসলামকে(২০) যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার আফজাল হোসেনের ছেলে ও১ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান রিপনের অফিসের কর্মচারী । গত শনিবার রাতে কাউন্সিলর সাইদুর রহমান রিপনের অফিসের ডিউটির কাজ শেষে তার বাসায় ফেরার পথে রাত বারোটার দিকে নদীর কূল মসজিদের কাছে পৌঁছালে একই এলাকার সন্ত্রাসী সাহারাজ রাকিব মনিরুল সহ ৪/৫ জন ছিনতাইকারী দল তাকে ধরে পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এসময় তার কাছ থেকে তার বেতনের ১৮ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নেয়। আহত অহিদুল ইসলামকে গত শনিবার মধ্যরাতে এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজন যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেয়। এ ব্যাপারে এক নম্বর ওয়ার্ড কমিশনার সাইদুর রহমান রিপন বলেন, আহত অহিদুলের পায়ে ছিনতাইকারীরা ব্যাপকভাবে প্রহার করেছে। এ ব্যাপারে আইনগত  ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আহত ওহিদুলের ভাই মাহিদুল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যশোর সদর পুলিশ ফাঁড়ি র তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here