চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরীক্ষার হলে মহিলা ভাইস চেয়ারম্যানের প্রক্সি দিতে গিয়ে ভূয়া পরীক্ষার্থীকে কারাদন্ড

0
214
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরীক্ষার খাতায় মহিলা ভাইস চেয়ারম্যানের প্রক্সি দিতে গিয়ে ভূয়া পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
শনিবার দুপুর ১টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন আলমডাঙ্গা মহিলা কলেজে বি.এ/বি.এস.এস বিভাগের পরীক্ষা শুরু হয়। আলমডাঙ্গা পৌর এলাকার বাবু পাড়ার মৃত কাজী কামালের মেয়ে কাজী মারজাহান নিতু পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন। কিন্তু সে পরীক্ষার হলে না যেয়ে নিতুর স্থানে ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষায় অংশগ্রহণ করেন আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের জহুরুল ইসলামের মেয়ে সালমা খাতুন (২৬)। সঠিক পরীক্ষার্থী কাজী মারজাহান নিতুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা শিক্ষার্থী কার্ডের আইডি নম্বর: ২০০২৩৪০৬……। তিনি বর্তমানে আলমডাঙ্গা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত আছেন।
আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালীন অবস্থায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। আমার সন্দেহ হলে আমি কাগজপত্র দেখতে চাই। এ সময় দেখা যায়, একজনের পরীক্ষা দিচ্ছেন আরেকজন। পরে তিনি পরীক্ষা কেন্দ্রেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভূয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here