জসিম উদ্দিন, শার্শা : শার্শার ঐতিহ্যবাহী মহিলা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাভারণ মহিলা আলিম মাদরাসায় দাখিল পরীক্ষা-২০২৪ ইং সালের শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় মাদরাসার হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা আলেয়া পারভীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ (মিন্টু)।
ব্যাপক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকমণ্ডলী গণ পরিক্ষার্থী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি তাদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করেন। এসময় মাদরাসার সকল শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।















