বেনাপোল পোটথানা পুলিশের অভিযানে হিরোইন ও গাজাসহ আটক-৬

0
151

বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল পোর্ট থানার অভিযানে ২৫০ গ্রাম গাজা , ৬০ পুরিয়া হেরোইন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সহ মোট ০৬ জন কে আটক করেছে পোর্ট থানা পুলিশ ।বেনাপোল পোটথানা সুত্রে জানা গেছে, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে পোর্ট থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযানে ২শত ৫০ গ্রাম গাঁজা মোঃ মুনসুর আলী (৬৩), পিতা-মৃত বাদল খাঁ, চাচড়া, থানা- কোতয়ালী, জেলা –যশোর। ৬০ পুরিয়া হেরোইন সহ মোঃ শাহজাহান (৪৫), পিতা-মৃত রুপচান, থানা- বেনাপোল পোর্ট, জেলা –যশোর এবং , জুয়া খেলারী আলামত নগদ ৮৮০/- (আটশত আশি) টাকা, ২ সেট তাসসহ মোঃ সাইদুর রহমান(৩২), পিতা-মোঃ মাহাবুর রহমান, মাতা-সুফিয়া খাতুন, গ্রাম- বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা -যশোর, ও মোঃ আইয়ুব হোসেন(৪০), পিতা-মৃত গোলাম সরোয়ার, মাতা-মোছাঃ অনোয়ারা বেগম ,স্থায়ী: রাজা ডুমুরিয়া, থানা- ঝিকরগাছা, এছাড়াও এসসি-৯২৩/১৪ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী দেলোয়ার হোসেন (৩০), পিতা-আজিজুর রহমান, সাং-সাদিপুর ঈদগাহর পিছনে ও এসসি-৮২৪/১৭ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সাইদুল, পিতা-মৃত কিয়ামুদ্দিন মোড়ল, সাং-দক্ষিণ বুরুজবাগান, থানা-শার্শা, এপি সাং-পাটবাড়ি বকুলের স-মিলের সামনে, উভয় থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর সহ মোট ৬ জনকে গ্রেফতার করে।গতকাল মঙ্গলবার (১৩ ই ফেব্রুয়ারি) বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাও হেরোইন সহ মোট. ৬ জনকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত জানান গ্রেফতারকৃত সকলকে যথাযথ মামলা রুজু করে পুলিশ বিজ্ঞ আদালতে আজ প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here