খাজুরা (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায় উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ শুরু হয়েছে। দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত কার্ড পেয়ে খুশি এখানকার নাগরিকেরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ২০ জন বিশিষ্ট ব্যক্তির হাতে স্মার্টকার্ড তুলে দেন তিনি।
বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নি।
প্রধান অতিথির বক্তৃতায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, ‘আমরা যে নিবার্চন উপহার দিলাম তাতে আমাদের চেষ্টার কমতি ছিলোনা। আমি জানিনা, কতটুকু আমরা সফল হয়েছি। আপনারই সেটা বলতে পারবেন। নিবার্চন কমিশন সবসময় দৃঢ়ভাবে কাজ করছে। আসন্ন উপজেলা নিবার্চন আরো সুন্দর হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
স্বাগত বক্তব্য রাখেন, যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহিন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু।
উল্লেখ্য, শুক্রবার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২০ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে সবকটি ইউনিয়নে বিরতণ কার্যক্রম চলবে।
বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নি।
প্রধান অতিথির বক্তৃতায় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, ‘আমরা যে নিবার্চন উপহার দিলাম তাতে আমাদের চেষ্টার কমতি ছিলোনা। আমি জানিনা, কতটুকু আমরা সফল হয়েছি। আপনারই সেটা বলতে পারবেন। নিবার্চন কমিশন সবসময় দৃঢ়ভাবে কাজ করছে। আসন্ন উপজেলা নিবার্চন আরো সুন্দর হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
স্বাগত বক্তব্য রাখেন, যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহিন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু।
উল্লেখ্য, শুক্রবার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২০ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে সবকটি ইউনিয়নে বিরতণ কার্যক্রম চলবে।















