দেবহাটার  মৎস্য আড়তের থেকে তেলাপিয়া সহ- সাদা মাছ ক্রয়করে মোটরসাইকেল যোগে ভোমরা হয়ে অবৈধ পথে  ভারত 

0
122
Exif_JPEG_420
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেশীয় মাছ অসাধু ব্যবসা-সম্পৃক্ত তাদের পক্ষে বহিরাগত লোকজন এর সাথে জড়িত হয়ে তাদের দিয়ে প্রতিনিয়োত বিভিন্ন মোটরসাইকেল যোগে ভারত সিমান্ত ভোমরা এরপর অবৈধ পথে  ভারতে পাঠিয়ে দেওয়া চলমান তিলাপিয়া মাছও অন্য অন্য সাদা মাছ। জানা যায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের মৎস্য আড়তের,গাজীর হাট মৎস্য আড়তের, দেবী শহর মৎস্য আড়তের সহ-কয়েকটি বাজারে মৎস্য আড়তের থেকে তেলাপিয়া সহ- মৎস্য ব্যবসায়ীরা দেশের সম্পদ বিভিন্ন পথদিয়ে ভোমরা এরপর ভারতে পাচার করার বিভিন্ন অভিযোগ উঠেছে বলে জানা যায়। বিভিন্ন সুত্রে জানা যায়, মাছের ব্যবসার নামে কৌশলগত ভাবে মাদক ব্যবসার অভিযোগ। দেশীয় মাছ সহ-ভারত পাচার রোধ করতে প্রশাসনের কাছে  সচেতন মহলের পক্ষে দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here