দৈনিক যশোর বার্তা পত্রিকার শেখ মাহতাব হোসেন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় স্মারক প্রদান

0
257
ফরিদুল ইসলাম খান ডুমুরিয়া( খুলনা) প্রতিনিধি : শনিবার সকাল সাড়ে ১০টায়   যশোর ঝিগোরগাছা  ফুলের রাজ্যে গতখালী পর্যটক রান্না বাড়ি নামক স্থানে দৈনিক যশোর বার্তা পত্রিকার বার্ষিক মিলন মেলায়
দৈনিক যশোর বার্তা পত্রিকার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন প্রথম স্হান অধিকার করায় ‌তাকে বিশেষ সন্মাননা স্মারক প্রদান করেন দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক মোঃ শিহাব উদ্দিন,সহ অনেক গুনীজন   বক্তব্য দেন।
যারা‌ ‌সন্মাননা স্মারক পেয়েছেন এরা হলেন।
১ । শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
২। মোঃ শরিফুল ইসলাম সিনিয়র প্রতিবেদক, যশোর,
৩। মোহাম্মদ মুজাহিদ, ঘাতক্ষীরা ব্যুরো প্রধান ৪। আজিজুর রহমান কেশবপুর (যশোর প্রতিনিধি ৫। শাহানুর আলম ঝিনাইদহ প্রতিনিধি৬। রবিউল ইসলামকালিগঞ্জ (ঝিনাইদহ)
৭। ইমদাদুল হক  প্রতিনিধি পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ৮। এম ইদ্রিস আলী ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ৯। খালেকুজ্জামান কাকা বিশেষ প্রতিনিধি ১০। মিঠুন দত্ত নিজস্ব প্রতিবেদক, অভয়নগর ১১) মোখলেছুর রহমান জয়, গাজীপুর জেলা প্রতিনিধি প্রমুখ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here