মণিরামপুরে মটরসুটি ক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় ৪ শতাধিক মেরে দিয়েছে কবুতর

0
166
আনিছুর রহমান:- মণিরামপুরের পল্লীতে মটরসুটি ক্ষেতে বিষ প্রয়োগ করে প্রায় ৪ শতাধিক কবুতর মেরে দিয়েছে এক প্রভাবশালী ব‍্যক্তি। বিষয়টি  প্রাথমিকভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সরেজমিনে জানা যায় উপজেলার হরিহরগর ইউনিয়নের তাঁজপুর গ্রামের  প্রভাবশালী এরশাদ আলীর ছেলে সাজ্জাত হোসেন মুক্তারপুর গ্রামের তালসারী তেতুলতলা মাঠের মটরসুটি ক্ষেতে বিষ প্রয়োগ করে গত তিন দিন ধরে প্রায় ৪ শতাধিক কবুতর মেরে দিয়েছে। মারা যাওয়া কবূতরের মালিকরা হলেন, মুক্তারপুর গ্রামের বিল্লাল হোসেনের ১৫ জোড়া, তুরাফ এর ৭ জোড়া, রফিকুলের ৩ জোড়া, আজিতের ১৫ জোড়া, তুরাফের ৮ জোড়া, ফজলুর ৫ জোড়া, মিজানের ৪ জোড়া, ইসহাকের ৪ জোড়া, সাত্তারের ৫ জোড়া, বাবলু ৩ জোড়াসহ গত তিন দিন ধরে আরো অনেক ব‍্যক্তির প্রায় ৪ শতাধিক কবুতর মেরে দিয়েছে। মেরে দেওয়া কবুতরের অনেক বাচ্ছা না খেয়ে অকাতরে মৃত‍্যুর কোলে ঢুলে পড়ছে। কোটায় কোটায় কবুতরের ডিম গুলোও পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে গত ১৭ ফেব্রুয়ারী সন্ধায় ক্ষতিগ্রস্থ কবুতর মালিকরা গ্রামের সুলতান মোড়ে একত্রিত হয়ে মামলা করার প্রস্তুতি গ্রহন করেন। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালীদের তোপের মুখে  পড়েন কবুতর মালিকরা। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কবুতর মালিক বিল্লাল হোসেন, তুরাফ,ফজলুসহ অনেকেই জানান, গত তিন দিন পুর্বে ক্ষেত মালিক সাজ্জাত মটরসুটি কলাই তুলে ক্ষেতের বিভিন্ন স্থানে জড়ো করে রাখেন এবং গোপনে ঐ তুলা কলাইতে বিষ প্রয়োগ করেন। কবুতর একটি উড়ন্ত পাখি। যা সর্বত্রই চলাচল করে।হঠাৎ করে গত তিন দিন ধরে একের পর এক কবুতর মরতে থাকে। পরে আমরা জানতে পারি আমাদের মাঠে উঠানো মটরসুটিতে সাজ্জাত বিষ দিতেছে। সেই মটরসুটি কলাই খেয়ে কবুতর মারা যাচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই। বিষয়টি নিয়ে কথা হয় ক্ষেত মালিকের সাথে তিনি প্রতিবেদককে বলেন, আমার মটরসুটি কবুতরে খেয়ে ফেলছে। তাই আমি বিষ দিয়েছি। কার কবুতর মারা গেলো আর কার কি হলো সেটা আমার জানার বিষয় নয়। কথা হয় ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সনজিত কুমারের সাথে তিনি বলেন, আমাকে ফোনে বিষয়টি জানিয়েছে। আমি তাদেরকে বলেছি লিখিত অভিযোগ করতে। অভিযোগ পেলেই ব‍্যবস্থা গ্রহন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here