যশোরে ভাষা শহিদদের স্মরণে ৫২শ’ মোমবাতি প্রজ্বালন

0
192

যশোর ; ৫২শ’ মোমবাতি প্রজ্বালনে ভাষা শহিদদের স্মরণ করল
যশোরবাসী। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদের হাটের উদ্যোগে
যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা
হয়। ভাষা শহিদদের স্মরণ ও জাতীয় জীবনের সব অন্ধকার দূর
করে নতুন আলোয় উদ্ভাসিত হওয়ার প্রত্যয়ে
বিশিষ্টজনেরা এই মোমবাতি প্রজ্বালন করেন। এরপর রাতে
শহিদমিনার সংলগ্ন সড়কে রং-তুলিতে আলপনা আঁকেন
চাঁদের হাটের শিল্পীরা।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদের হাট যশোরের সভাপতি
ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে আলোচনায়
অতিথি হিসেবে অংশ নেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার
হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান
মজুমদার, পৌর সভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান
পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর ই আলম
সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী
মো.আছাদুজ্জামান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট
যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দিপঙ্কর দাস রতন। স্বাগত বক্তব্য
দেন, চাঁদের হাটের উপদেষ্টা যশোর ইনস্টিটিউটের
সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।
অনুষ্ঠান পরিচালনা করেন কবি মিলন রহমান ও শিল্পী লিনা
মজুমদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের একুশে
ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বররা বুকের রক্ত ঢেলে
দিয়েছেন মায়ের ভাষার সম্মান রক্ষার জন্য। তারা কিন্তুজানতেন না; তারা মারা যাবেন। তারা শহীদ হয়ে যাবেন।
কিন্তু ভাষার জন্য মনের ডাক থেকে তারা সেদিনের মিছিলে
গিয়েছিলেন। তাদের মনের ডাক বিশ^ বুঝতে পেরেছে
অনেক বছর পর। তাই এই দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাই আজকের এই
বিশেষ দিনে আমরা বিশেষ সেই শহীদদের স্মরণ করি, শ্রদ্ধা
করি।’
এর আগে বিকালে শহিদ মিনার চত্বরে সাংস্কৃতিক
অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক
সংগঠন উদীচী, সুরধুনী, পুনশ্চ, সুরবিতান শেকড় ও
ভৈরবের শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে ভাষা
শহিদদের স্মরণ করা হয়।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
প্রতিবছরের ন্যায় এবারও ৫ দিনের কর্মসূচি শুরু করে
জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট
যশোর। প্রতিবছরের ন্যায় এবারও একুশ স্মরণে ২১ জন
বরেণ্য চিত্রশিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্পের মধ্যে দিয়ে
শুরু হয় পাঁচদিন ব্যাপী কর্মসূচি। আর্ট ক্যাম্পের
চিত্রশিল্পীদের আঁকা ছবি নিয়ে যশোর শিল্পকলার আর্ট
গ্যালারিতে আয়োজন করা হয় ৫ দিনের চিত্র প্রদর্শনীর।
আর গত সোমবার শহিদ মিনার চত্বর আল্পনার রঙে আঁকা
হয়। ২০১৮ সাল থেকে শহিদ মিনারে আলপনা আঁকা ও
মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করছে চাঁদের হাট
যশোর জেলা শাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here