ফকিরহাটের শুভদিয়া ইউপিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
184
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘সেবা ও উন্নতির দ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’-এই প্রতিপাদ্য বিষয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ১১টায় বর্নাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ সিদ্দিক আলী, বিশেষ অতিথি ছিলেন, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মলয় কুমার বিশ^াস ও শংকর কুমার হালদার। ইউপি সচিব মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ শহীদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-০১ প্রদীশ অধিকারী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শহীদুল ইসলাম ও ইউপি সদস্য অলিপ কুমার ঘোষ প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বিশাল র‌্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here