অগ্নিদগ্ধ রোগীর পাশে এমপি ইয়াকুব আলী

0
147

যশোর : মণিরামপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ অমিত বিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। বৃহস্পতিবার তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখতে যান। এসময় তার শারীরিক খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন এমপি এস এম ইয়াকুব আলী। অগ্নিদগ্ধ অমিত বিশ্বাস উপজেলার মোবারকপুর গ্রামের মৃত কালিপদ বিশ্বাসের ছেলে।জানাযায়, উপজেলার ঝাঁপা ইউনিয়নের বঙ্গবন্ধু ভাসমান সেতুর পাশের একটি চায়ের দোকানে ১০ ফেব্রুয়ারী ভোরে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের সময় দোকানে ঘুমিয়ে ছিলেন অমিত বিশ্বাসের পিতা কালিপদ বিশ্বাস। এসময় তাকে বাঁচাতে গিয়ে অমিত অগ্নিদগ্ধ হয়। এমপি এস এম ইয়াকুব আলী জানান, আমার কাছে আমার নির্বাচনী এলাকার মানুষ সবার ঊর্ধ্বে। আমি তাদের সুখ–দুঃখে নিজেকে উজাড় করে দিতে চাই। শুধু তাই নয় বিগত দিনের ন্যায় আগামীতেও আমি মণিরামপুরবাসীর উন্নয়ন আর কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here