অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রাকের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ফকিরবাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার বিশ্বাস (৬২) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের ফকিরবাগান এলাকার বাসিন্দা।
জানা যায়, শনিবার দুপুরে আতিয়ার বিশ্বাস নিজ বাড়ি দিঘীরপাড় গ্রাম থেকে অন্যান্য দিনের মতো নওয়াপাড়া বাজারে সরিষা বিক্রয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় পুড়াখালি ফকির বাগান মোড় ঘোরার সময় দ্রুতগামী একটি বালি বোঝায় ট্রাক আতিয়ার বিশ্বাসকে চাপা দেয়। এসময় সে চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন ছুটে আসলে ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। এসময় পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে। পরে ঘটনাস্থলে স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পের এস আই মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দীন বলেন, আতিয়ার বিশ্বাসের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসেছি। উত্তেজিত জনতাকে শান্ত করেছি। পাথালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ট্রাকটি জব্দ করেছেন।
এ ব্যপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার খবর পেয়েছি, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।















