ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় ৯ম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত ০৪/০২/২৪ তারিখ স্কুল ছাত্রী মা বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছে। এদিকে ঘটনার প্রায় ১মাস অতিবাহিত হলেও মেয়েকে ফিরে না পেয়ে চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে পরিবারটি।
ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামের শ্রীপদ সরকারের স্ত্রী সুমা সরকার প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, পাইকগাছা উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত বিশ্বজিৎ বিশ্বাসের ছেলে ১নং বিবাদী সাগর বিশ্বাস আত্নীয়তার সুবাদে মৃত মধুসূদন বিশ্বাসের ছেলে ২ নং বিবাদী মিলন বিশ্বাসের বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। এসময় তার স্কুল পড়ুয়া মেয়ের উপর তার কুদৃষ্টি পড়ে। এরই জের ধরে গত ০৪/০২/২৪ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে তার মেয়ে ও কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী জুইতা সরকার (১৬) বিদ্যালয়ে যাচ্ছিলেন। এসময় ২নং বিবাদী মিলন বিশ্বাস ও তার স্ত্রী ৩নং বিবাদী পূজা বিশ্বাসসহ মহাদেব বিশ্বাস, উর্মিলা বিশ্বাস ও শংকর বিশ্বাসের সহযোগিতায় ১নং বিবাদী সাগর বিশ্বাস মঠবাড়িয়া গ্রামস্থ বুড়ির পুকুরপাড়ে পৌছানো মাত্রই অজ্ঞাতনামা মোটরসাইকেল যোগে তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সেই থেকে প্রায় ১ মাস অতিবাহিত হলেও অদ্যাবধি তার মেয়ের কোন সন্ধ্যান পাওয়া যায় নি ৷ এদিকে মেয়েকে না পেয়ে পরিবারটি চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। এব্যাপারে সাগর বিশ্বাস ও মিলন বিশ্বাসের মোবাইল নম্বরে একাধিক বার যোগাযোগ করা হলেও তাদের নম্বর বন্ধ পাওয়া যায়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই কেরামত আলী বলেন, দুজন সাগরে চলে যাওয়াসহ সকল আসামীরা পালিয়ে বেড়াচ্ছে। তাদের আটকের জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।















