অভয়নগরে জাতীয় ভোটার দিবস উদযাপিত 

0
154
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মার্চ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভা ও র‌্যালিতে অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, নির্বাচন অফিসার এসএম হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদুল আলা, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here