বসুন্দিয়ায় বানিয়ারগাতী মহিলা মডেল দাখিল মাদ্রাসার ক্রীড়া ও  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত

0
266

মিজান রহমান লিটন : যশোর সদরের বসুন্দিয়ায়, বানিয়ারগাতী মহিলা মডেল দাখিল মাদ্রাসা ও সিঙ্গিয়া যুব সংঘের আয়োজনে ৫ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও তাফসীরুল কুরআন মাহফিলের উদ্বোধন করা হয়েছে। (২রা মার্চ) শনিবার, সকাল সাড়ে ১০টায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের শুভ সূচনা। এসময় একে একে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাজ পরিয়ে বরন করে নেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। শুরু হয় শিক্ষার্থীদের শরীর চর্চা প্রদর্শনী।মাদ্রাসার সভাপতি রিজাউল ইসলামের সভাপতিত্বে , অনুষ্ঠানটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম এম মিজানুর রহমান জুয়েল। ডিজিএম এন্ড ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেটর নিটল-নিলয় সেন্টার ভভয়নগর যশোর। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যেমন ধর্মীয় শিক্ষারও প্রয়োজন সাথে শরীর ও মননের বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চাটাও খুব জরুরী। তিনি আরো বলেন, শিক্ষা প্রসারের জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি, শিক্ষা বিকাশের জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ কামরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিকাশের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছে আমার একটাই দাবি, শুধু পুঁথি গত শিক্ষায় শিক্ষিত না করে নৈতিক শিক্ষার দিকেও খেয়াল রাখতে হবে,যাতে একটি পূর্ণাঙ্গ শিক্ষিত জাতি গড়ে তোলা যায়। সহকারী শিক্ষক মাওলানা সাইফুর রহমানের সঞ্চালনায়,উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা সুপার, হারুনর রশিদ। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার জাহিদুর রহমান, প্রবাসী মো: সোহেল, সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের ও প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here