ডুমুরিয়ায় আদালতের নির্দেশে জমিতে ধান রোপণ 

0
156
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়ায় আদালতের নির্দেশে নিজ জমিতে ধান রোপণ করলেন কৃষক রায়হান খান। ঘটনাটি উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদহা এলাকায়।
আদালতে দায়েরকৃত মামলার বিবরণী সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারদহা গ্রামের মৃত সামছুর রহমান খানের ছেলে রায়হান খান প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে আঙ্গারদহা মৌজায় বন্দোবস্ত দলিল মূলে ১ একর ১৮ শতাংশ জমিতে ধান, মাছ, সবজি চাষাবাদ করে ভোগদখল করে আসছে। সম্প্রতি ওই জমিতে স্থানীয় কতিপয় প্রভাবশালী প্রতিপক্ষ তাদের দলবল নিয়ে দখলের চেষ্টা চালায়‌ এবং ধান রোপণে বাঁধা দেয়। এতে রায়হান খান বাঁধা দিলে প্রতিপক্ষ তাকে বিভিন্ন ভয়ভীতির হুমকি দেয় বলে তিনি জানান। উপায়ন্ত না পেয়ে রায়হান খান বাদি হয়ে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে জমির মালিককে চলতি বোরো মৌসুমে ধান রোপণসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ডুমুরিয়া থানাকে নির্দেশ দেন। সেই সুবাদে থানা পুলিশ উভয় পক্ষকে নোটিশও প্রদান করেন। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে রায়হান খান আদালতের নির্দেশে তার জমিতে ধান রোপণ করেন। উল্লেখ্য, ওই জমিতে সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী-২০০/০৬ নং মামলায় স্থায়ী নিষেধাজ্ঞারও আদেশ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here