চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু 

0
197
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ বিষয়ক  দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।  শনিবার দেড়টায়  চুয়াডাঙ্গার  টাউন ফুটবল মাঠে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গাস্থ ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান,সাবেক পৌর মেয়র মোঃ  রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। জাতীয় মহিলা সংস্থার ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন সংস্থার চুয়াডাঙ্গা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা। প্রধান আলোচক ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মাকসুরা জান্নাত। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আবদুল কাদের,  চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি। উল্লেখ্য মেলায়  জেলার বিভিন্ন নারী উদ্যোক্তাদের ৫১টি স্টল স্থান পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here