ঝাঁপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
135
মোঃ আছাদুজ্জামান, হরিহরনগর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে বীর মুক্তিযোদ্ধা খসরু ফরাজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
সোমবার দিবাগত রাতে তিনি নিজ বাড়িতে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান।
মঙ্গলবার সকালে ঝাঁপা হাইস্কুল মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে  গার্ড অব অনার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- মনিরামপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর বানী ইসরাইলের নেতৃত্বে একদল পুলিশ মরহুমের কপিনে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন, রজব আলী, কওসার আহমেদ, সুবান আলী, মোসলেম গাজী, বিশিষ্ট সমাজ সেবক শাহিনুর রহমান, অধ্যক্ষ মাওলানা শরিফুল ইসলাম, ইউপি সদস্য ও স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্র  রেখে যান। পরে ঝাঁপা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here