দর্শনায়  টলির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু 

0
206
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় ইট ভর্তি ট্রাক্টরের টলির চাকায় পিষ্ট হয়ে  এক যুবক নিহত হয়েছে।  বুধবার  সকাল ১০ টায় দর্শনার দক্ষিল  চাদপুর গ্রামের  ড্রাইভার ফিনু ট্রলিতে দর্শনার সুপার ভাটা থেকে  ইট বোঝায় করে যাচ্ছিল। পথে সুপার ভাটার ২শ গজ অদুরে  বেগমপুর ইউনিয়নের  আকুন্দবাড়িয়ার সার্থকের ছেলে মিনারুল(১৮)চলন্ত টলিতে  উঠতে যায়।এসময় সে পা ফসকে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। এতে তার শরীলের উপর দিয়ে ট্রাক্টর চলে যায়। সাথে সাথে তার বায়ু পথ দিয়ে নাড়িভুঁড়ি বেরিয়ে ঘটনাস্থলে যুবক মিনারুল নিহত হয়।  দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মরদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তানত করেছ। তিনি আরও বলেন  অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here