চুড়ামনকাটির ডাকাতির ঘটনা মিথ্যা দাবি করে গ্রামবাসীর সড়ক অবরোধ করে মানববন্ধন

0
219

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ বৃহস্পতিবার দিবাগত রাতে সংঘটিত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি বাড়ির মালিকের সাজানো নাটক বলে দাবি করেছেন গ্রামবাসীরা। উক্ত ঘটনায় বিল্লাল নামের নিরীহ যুবককে আটকের প্রতিবাদে ও গ্রামবাসী সঠিক ঘটনা উদঘটনের দাবিতে শুত্রুবার চুড়ামনকাটি বাজারে যশোর-ঝিনাইদাহ সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। মানববন্ধনে গ্রামবাসী দাবি করেন বাড়ির মালিক শাহানা বেগম নিজেই ডাকাতির ঘটনা ঘটিয়ে গ্রামের নিরীহ মানুষকে ফাঁসিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার পায়ঁতারা করছে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝাউদিয়া পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মচারী আলমগীর হোসেনের ঘরের গ্রীল ভেঙ্গে রাত ২ টার দিকে ৬/৭ জন অজ্ঞাত ডাকাত দলের সদস্যরা ঘরের ভিতর ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। বৃহস্পতিবার সকালে এলাকায় ডাকাতির ঘটনাটি জানাজানি হয়। এ সময় আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম পুলিশ ও সাংবাদিকদের জানান,ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে হাত মুখ বেধেঁ রাখে। এ সময় তারা আমার ঘরের সকল রুমের ভিতরে ঢুকে বাড়িতে থাকা নগদ ৩ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ন সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতরা। তিনি আরো জানান ডাকাতরা ২৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ উক্ত ডাকাতির ঘটনা আলমগীরের স্ত্রী শাহানা বেগম শুরুতে কাউকে চিনতে পারিনি বললেও পরে সে এলাকার একাধিক নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর জন্য হুমতি দিতে থাকে। ডাকাতির ঘটনায় বিল্লাল নামের এক নিরীহ যুবককে সন্দেহ করে পুলিশকে দিয়ে আটক করান তিনি। এ ঘটনায় গ্রামবাসী ফুঁসে উঠেন। তারা নিরীহ যুবককে মুক্তি ও ডাকাতির ঘটনাটি পাতানো দাবি করে সুষ্টু তদন্তের দাবিতে শুত্রুবার বেলা ১১ টায় চুড়ামনকাটি বাজারে যশোর-ঝিনাইদাহ সড়ক অবরোধ করে মানববন্ধন করেন।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন,পুরো ডাকাতির ঘটনাটি তাদের নিকট সাজানো মনে হয়েছে। তিনি আরো বলেন, ভুক্তভোগী শাহানা বেগম এলাকায় সুদেকারবারী হিসাবে পরিচিত।তিনি ডাকাতির ঘটনাটি সুষ্টু তদন্তের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মানববন্ধনে বলেন,শাহানা বেগম এলাকায় মামলাবাজ হিসাবে পরিচিত।সে ডাকাতির নাটক সাজিয়ে মামলা করে নিরীহ ব্যক্তিদের আসামী করে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এমন কাজ করছে। চেয়ারম্যান দাউদ হোসেন ডাকাতির ঘটনাটি সঠিত তদন্ত পূর্বক সঠিক তথ্য উদঘাটন করতে প্রশাসনের স-ুদৃষ্টি কামনা করেছেন।
মানববন্ধনের খবর পেয়ে চুড়ামনকাটি বাজারে ছুটে আসেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি ডাকাতির ঘটনাটি সঠিক তদন্ত করে দ্রুতই সঠিক সত্যি উদঘটন করে অপরাধী শনাক্ত করা হবে বলে জানান।তিনি আরো বলেন, ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছেন।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম হোসেন জানান,ডাকাতির ঘটনাটি মিথ্যা দাবি করে ঝাউদিয়া গ্রামবাসী চুড়ামনকাটি বাজারে মানববন্ধন করেন।
মানববন্ধনে ঝাউদিয়া গ্রামের দলমত নির্বিশে উভয় বয়সের শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। তাদের সকলের দাবি ডাকাতির সঠিক সত্যি ঘটনাটি উদঘাটনা করা হোক। ঝাউদিয়া গ্রামের ডাকাতির ঘটনাটি মিথ্যা সাজানো দাবি করে গ্রামবাসীর সড়ক অবরোধ করে মানববন্ধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here