সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের রামানন্দকাটি সূইতলা পাড়ার পাঁচটি বসতঘর নিমিষেই আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। শুক্রবার বিকালের স্থানীয় আবদার মোল্লা, বিল্লাল মিয়া ও নুর ইসলাম মিয়ার বসত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক আকবর হোসেনের স্ত্রী জানান রান্না ঘরের চুলার আগুন থেকে পাটকাঠির গাদায় আগুন লাগে পরে তা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে প্রতিবেশিরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্ত মুহূর্তেই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। শালিখা (আড়পাড়া) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে । এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি রান্না করার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছ। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।















