মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন কয়েদি দিলীপ কুমারের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আশুরহাটি গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে দিলীপ কুমার বিশ্বাস (৬০) নামের এক কয়েদি বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন বলেন, কুমার বিশ্বাস ঝিনাইদহের একটি চেক প্রতারণা মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।এছাড়া চুয়াডাঙ্গায় আরও ১টি মামলা থাকায় গত ৯ মার্চ ঝিনাইদহ জেলা কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তাকে হস্তান্তর করা হয়।শুক্রবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষনিক চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছিল।
ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন আরও বলেন, চিকিৎসকের মতে দিলীপ কুমার বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।















