বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ  সৃষ্টি হয়েছে: এমপি ইয়াকুব আলী

0
148

যশোর—৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, ‘এ দেশের স্বাধীনতার প্রথম স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আর আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি’।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলে রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মিল্টনের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা জিএম মজিদ, মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, কাশিমনগর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান প্রমুখ।
এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, যশোর—৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ হলরুমে গরীব, অসহায় দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ করেন এমপি এস এম ইয়াকুব আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here