সরকারি নিষেধাজ্ঞার পরও চিকিৎসা করছেন ভুয়া পশু চিকিৎসক বিষ্ণু  

0
464
স্টাফ রিপোর্টাী, কালীগঞ্জ,(ঝিনাইদহ) : সনদবিহীন ভুয়া পশু চিকিৎসকে ভরে গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা। কথিত এ পশু চিকিৎসকদের দ্বারা খুব সহজেই প্রতারিত হচ্ছেন উপজেলার বিভিন্ন গ্রামের সহজ-সরল খামারিরা। উপজেলাব্যাপী পশুপাখির অপচিকিৎসার এ ব্যাপারটি আমলে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক পৌর এলাকার এক ভুয়া সনদবিহীন পশু চিকিৎসকের সনদ যাচাই-বাছাই করে সর্তকতা নোটিশ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম। ২৩ অক্টোবর ২০২৩ তারিখ ইস্যুকৃত পত্রটি স্মারক নং হলো- ৩৩.০১.৪৪৩৩.২৫.০০১.২৩-৭৯৫।আর এই ভুয়া পশু চিকিৎসক হলেন পৌর এলাকার পাইকপাড়া গ্রামের রঞ্জন চন্দ্র দাসের ছেলে বিষ্ণু কুমার দাস। উক্ত পত্রে প্রাণিসম্পদ কর্মকর্তা উল্লেখ করেন, পশু চিকিৎসায় বিষ্ণু কুমার দাস বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে লাইফ সাইন্স ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট কালিগঞ্জ থেকে এক বছর মেয়াদী “সার্টিফিকেট ইন এনিমেল হেলথ এন্ড প্রোডাকশন “এর যে সনদ ব্যবহার করছেন তা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ধারা-২(১০),ধারা-১৪, ১৫ ও ১৭ অনুযায়ী স্বীকৃত কোনো ডিগ্রি নয়।এই সনদের ভিত্তিতে তিনি কিংবা যে কেউ প্রাণী চিকিৎসা করলে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ধারা – ২৭,৩৫,৩৬,৪৪ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দণ্ডিত হতে পারেন।  পত্র প্রেরণের প্রায় ৭ মাস অতিবাহিত হলেও সনদ বিহীন ভুয়া এই পশু চিকিৎসক বিষ্ণু কুমার দাস বীরদর্পে করে যাচ্ছেন পশু চিকিৎসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here