এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ মণিরামপুরে ট্রাকে করে খোলা অবস্থায় মাটি বিক্রি চলছিল। এতে সড়কের ওপর মাটি পড়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ নানা ক্ষতি হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকুরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন (২২)। তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের শাহিনুল ইসলামের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান। তিনি বলেন, সাজ্জাদ হোসেন যশোর সদর উপজেলার ডহরসিংহা এলাকা থেকে মাটি উত্তোলন করে ট্রাকে করে কুয়াদা–ঢাকুরিয়া সড়ক দিয়ে মনিরামপুর উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে ও ইটভাটায় বিক্রি করছিলেন। তাঁর এই কাজের জন্য জনসাধারণের চলাচল বাধাগ্রস্তসহ কাচা-পাকা সড়কের ক্ষতি হচ্ছিল।
আলী হাসান আরও বলেন, এসব অভিযোগে সাজ্জাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মণিরামপুরে তাঁর মাটি বিক্রি বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।















