কালিয়া (নড়াইল ) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল,মুলশ্রী বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১ টায় ঐ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
পরে বিক্ষোভ মিছিলটি বাগুডাঙ্গা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার মুল ফটকের সামনে এসে শেষ হয়। এসময় মানববন্ধনে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন।
বক্তব্য বক্তারা বলেন,স্কুলের নব গঠিত এডহক কমিটি দেওয়া হয়েছে সেখানে মোঃ বাইজিদ মোল্লাকে সভাপতি করা হয়েছে সে সভাপতি হিসাবে অযোগ্য। প্রধান শিক্ষক তার সাথে যোগসাজস্যে সুষ্ঠ নির্বাচন বন্ধ করে স্বজন প্রীতির মাধ্যমে ঐ কমিটির প্রস্তাব করে। এই অবৈধ কমিটি বাতিল ও প্রধান শিক্ষককে অপসারনের দাবী জানান তারা এবং দাবী মানা না হলে ক্লাস বর্জনসহ বৃহত্তর কর্মসুচির ঘোষনা দেন বক্তারা।
উল্লেখ্য গত ১৯ মার্চ যশোর শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামের স্বাক্ষরিত পরিপত্রে মোঃ বাইজিদ মোল্লা কে সভাপতি করে এডহক কমিটি অনুমোদন দেয়। এর পর থেকেই ঐ কমিটি বাতিলের দাবিতে ক্ষুব্ধ হয় শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন বলেন,নিয়ম মেনে ৩ জনের নাম বোর্ডে পাঠানো হয়।সেখান থেকে বোর্ড মোঃ বাইজিদ মোল্লাকে সভাপতি করে পরিপত্র পাঠিয়েছে।
এ বিষয়ে নব গঠিত কমিটির সভাপতি মোঃ বাইজিদ মোল্লা বলেন,কি কারনে আমার অপসারন চাই আমি বলতে পারবোনা। আমার কি দোষ তা ও তারা বলেনা।আমি রাজনৈতিক ষড়যন্তের শিকার।















