কাগজ সংবাদ : যশোরে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যুবক ও প্রবাসীর স্ত্রীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান যেয়ে ওই তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজাপুর জমাদ্দারপাড়ায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয়রা জানান, হস্পতিবার রাত ১১ টায় রাজাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্তায় একই গ্রামের হাদিউজ্জামানকে স্থানীয়রা আটক করে। পরবর্তিতে তারা গণধোলাই দিয়ে স্থানীয় চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে সোপর্দ করে। এসময় স্থানীয়রা অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।
অভিযোগ উঠেছে এতকিছুর পরও শুক্রবার স্থানীয় চেয়ারম্যান পুলিশের কাছে যেয়ে তাদের পক্ষনিয়ে ওই নারী ও হাদিউজ্জামানকে ছাড়িয়ে আনেন। অভিযোগ করা হচ্ছে এ কাজে মোটা অংকের টাকা লেনদেন হয়েছে।
এ ব্যাপারে এএসআই আবু তাহের বলেন, ঘটনাস্থলে যেয়ে তিনি তাদেরকে হেফাজতে নেন। পরবর্তিতে জনপ্রতিনিধি ও দুই পক্ষের উপস্থিতিতে বিষয়টি মিমাংশা করা হয়। এ ব্যাপারে ১২ নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দু-পরে কারো কোন অভিযোগ না থাকায় বিষয়টি তদন্ত অফিসারের মাধ্যমে থানা থেকে মীমাংসা করে দেয়া হয়েছে।















