যশোরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি পালন

0
158

যশোর প্রতিনিধি : যশোরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে যশোর মেডিকেল  হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি পালন যশোর প্রতিনিধি বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাঁদের এই কর্মবিরতি ২৬ শে মার্চ পর্যন্ত চলবে। যশোর মেডিকেল কলেজ(যমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. রাব্বি ও সাধারণ সম্পাদক ডা.বিশ্বজিৎ অভিযোগ করে জানিয়েছেন, ইনটার্ণ চিকিৎসকদের তাদের বেতন-ভাতা কাজের তুলনায় অনেক কম। গত বছর ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা তাদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন।ওই সময়ের স্বাস্থ্যমন্ত্রী বেতন-ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। পরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানো হলেও ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ানো হয়নি। তাই বেতন-ভাতা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের এই কর্মবিরতি পালন করেছেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ জানিয়েছেন, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবা কিছুটা ব্যহত হচ্ছে। তবে তারা আশাবাদ ব্যক্ত করেছেন অতি দ্রুত এটার সমাধান হয়ে যাবে। ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সেক্রেটারি জানান, কর্মবিরতি চলাকালীন তাদের পক্ষ থেকে একটি মেডিকেল টিম তৈরি করার চেষ্টা চলছে যেন ইমার্জেন্সি কেস আসলে তাদের চিকিৎসা সেবা প্রদান করা যায়। তাদের কর্মবিরতিতে চিকিৎসা সেবা নিতে সাধারণ রোগীদের সাময়িক যে অসুবিধা হচ্ছে সিনিয়র চিকিৎসকেরা চিকিৎসা সেবা দিলে এটার সাময়িক সমাধান হবে বলে তারা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here