কয়রায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বাক প্রতিবন্ধীর মৃত্যু এক জন আটক

0
165
কয়রা (খুলনা) প্রতিনিধি, খুলনার কয়রা উপজেলা সদরের ধান ক্ষেতে পাতানো ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।  ২৬ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার উত্তর মদিনা বাদ গ্রামে এ ঘটনা ঘটে । নিহতের নাম সায়দার আলী (৫০)।সে ওই গ্রামের মৃত ধোনাই গাজীর পুত্র। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই জহর আলী বাদী হয়ে জমির মালিক তৌহিদুজ্জামানকে আসামি করে কয়রা থানায় এজাহার দায়ের করেছেন। তাৎক্ষণিক  কয়রা থানা পুলিশ নিহতের  প্রতিবেশী মোহর আলী মাস্টারের পুত্র  এজাহার নামীয় আসামি  তৌহিদুজ্জামানকে আটক করেছে।
এজাহার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, আসামি তৌহিদুজ্জামান আশপাশের কাউকে না জানিয়ে নিজ বসতবাড়ির আঙিনায় ধান ক্ষেতে গুণ্য তার দিয়ে ইঁদুর মারার  বৈদ্যুতিক  ফাঁদ পাতে।  নিহত বাক প্রতিবন্ধী সাইদার বিষয়টি বুঝতে না পেরে প্রতিদিনের নেয় ওই পথ দিয়ে মসজিদে তারাবি নামাজ পড়তে বের হয়, সে যথাসময়ে ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার রাত দুইটার দিকে তৌহিদুজ্জামান এর ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়, খবর পেয়ে কয়রা থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ এজাহার নামীয় আসামি তহিদুজ্জামানকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
কয়রা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে জমির মালিক এজার নামীয় আসামি তৌহিদুজ্জামানকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন সাম্প্রতিক সময়ে কিছু মানুষ জমিতে ইদুর মারার ফাদের নামে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মানুষ ও গৃহ পালিত  প্রাণী হত্যার হুমকির বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগকারীদের ধরতে কয়রা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ও জানাব ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here