বেনাপোল সীমান্তে বিএসেফের গুলিতে দুই বাংলাদেশি আহত

0
135
বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল-দৌলতপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে   দুই বাংলাদেশি আহত হয়েছে। তাদেরকে বিজিবি উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।
মঙ্গলবার(০২ এপ্রিল) রাত ১০ টার দিকে সীমান্তরক্ষী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা  আহত হয়।আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু(৩৭)।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃকর্নেল  খুরশিদ আনোয়ার  জানান,, মঙ্গলবার রাতে  কয়েকজন চোরাকারবারী অন্ধকার সীমান্ত পথে ভারতে ঢোকার  চেষ্টা করে। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুই জন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। তাদের পায়ে ও চোখে গুলি লাগে। এসময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।  আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তী করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here